আন্তর্জাতিক ডেস্ক : জর্দানের এক ব্যক্তি ৪৩ বছর পর তার মিশরীয় মাকে খুঁজে পেয়েছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে মায়ের সন্ধান পেয়ে যান। জর্দানের ওই যুবকের নাম উইসাম। মায়ের খোঁজে বহু বছর কাটিয়েছেন উইসাম। তিনি মিশরেও মায়ের সন্ধান করেছেন, কিন্তু কোনোভাবেই সফল হননি। অবশেষে ফেসবুকে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি তার মায়ের অবস্থান জানতে পারেন। গালফ টুডের খবর।
খবরে বলা হচ্ছে, মাকে খুঁজে পেতে ফেসবুকে ছেলের একটি পোস্টের মাধ্যমে অনুসন্ধান শুরু হয়েছিল। পরে অনেকবারই তিনি পোস্টটি শেয়ার করতে থাকেন। অনেক পেজ, গ্রুপে তিনি মায়ের ব্যাপারে পোস্ট শেয়ার করেন। মাকে খুঁজে পেতে সাহায্য করার জন্য অনেক প্রতিষ্ঠানেও আবেদন করেন। তার আবেদনে বহু মানুষ সমবেদনা জানালেও মায়ের সন্ধান কেউ দিতে পারেনি।
উইসাম তার সর্বশেষ পোস্টে লেখেন, ’ও আমার মা, আপনার ছেলে বেঁচে আছে এবং আপনাকে খুঁজছে’। পোস্টে মায়ের একটি ছবি সংযুক্ত করেছিলেন যাতে মিশরীয় এবং জর্ডানিয়ানরা পোস্টটিকে গুরুত্ব সহকারে দেখে। পোস্ট দেওয়ার অভূতপূর্ব সাড়া মেলে দুই দেশের নাগরিকদের কাছ থেকে। অবশেষে উইসাম তার মাকে খুঁজে পান।
৪৩ বছর পর ছেলের সাথে দেখা হয় মায়ের। এ সময় অত্যন্ত আবেগময় দৃশ্যের অবতারণা হয়। ছেলেকে দেখার পর মায়ের প্রথম মন্তব্য ছিল, ‘আমার জন্য একটি নতুন জীবন লেখা হয়েছে, যখন আমি আমার প্রিয় ছেলেকে দেখেছি। আমার হৃদয়ের প্রিয়, আমি ভেতরে ভেতরে কাঁদছিলাম। এখন আমি খুব, খুব খুশি। আমি আনন্দে ভাসছি।’
উইসাম বলেন, আমি বেশ কয়েকবার মিশরে গিয়েছি, কিন্তু আমার মায়ের কাছে যাওয়ার কোনো উপায় আমি জানতাম না। যখন আমি শেষ পোস্টটি প্রকাশ করি, আমার খালা এটি দেখেছিলেন। তিনি আমার মাকে খবরটি জানিয়েছিলেন। তখন তারা আমার সাথে যোগাযোগ করেছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।