
নিজস্ব প্রতিবেদক : জাতীয় শহীদদিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয়সংগীত প্রতিযোগিতায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার কলেজ পর্যায়ে সোহাগী ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রথম স্থান দখল করে। শনিবার (২২ফেব্রুয়ারি) উপজেলা পরিষদে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায় মিলে প্রায় বিশটি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। প্রাথমিক পর্যায়ে ঈশ্বরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, সোহাগী বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, খালবলা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, উচাখিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধীতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাইজবাগ পাঁচপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এদের মধ্যে প্রথম স্থান দখল করে খালবলা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এদিকে মাধ্যমিক পর্যায়ে প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিশ্বেশ্বরী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, উচাখিলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, আঠারবাড়ী এম সি উচ্চ বিদ্যালয়, মহেশপুর উচ্চ বিদ্যালয়, রাজিবপুর আপতাব উদ্দিন উচ্চ বিদ্যালয়, মাইজবাগ পাঁচপাড়া উচ্চ বিদ্যালয় এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। মাধ্যমিক পর্যায়ে প্রথম স্থান দখল করে আঠারবাড়ী এম সি উচ্চ বিদ্যালয়।
অপরদিকে উচ্চ মাধ্যমিক বা কলেজ পর্যায়ে জাতীয় সংগীত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ, ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজ, সোহাগী ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, উচাখিলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এতে প্রথম স্থান দখল করে সোহাগী ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। সোহাগী ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা হলো তানজিনা আক্তার জ্যোতি, মারজানা আক্তার পান্না, সামিনা আক্তার, শ্রাবণী আক্তার, শ্রেয়া ধর, ক্ষমা রাণী দাশ, জান্নাতুন নূর, শ্রেয়া বণিক ও সাদিয়া রহমান অর্পি, নাদিয়া তাফলিন প্রীমা।
এ প্রতিযোগিতায় ঈশ্বরগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ আরও অনেক কর্মকর্তা উপস্থিত ছিলেন।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.