রাজধানীর মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে বুধবার রাতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় রমনা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. বিল্লাল হোসেন তালুকদারের বিরুদ্ধে অভিযোগ ওঠে। পরবর্তীতে সংগঠন থেকে তাঁকে বহিষ্কার করা হয়।
সোহাগ পরিবহনের পরিচালক ফজলে রুবায়েত পাপ্পু বলেন, কাউন্টারের সামনে ধূমপান করছিলেন দুজন ব্যক্তি। তাদের সেখান থেকে সরে যাওয়ার অনুরোধ করা হয়। এর কিছুক্ষণ পর রাম-দা, চাপাতি নিয়ে পরিবহনটির কাউন্টার ও তার পাশে থাকা পরিবহনের মালিক আলী হাসান পলাশ তালুকদারের বাসায় হামলা চালায় দুর্বৃত্তরা। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে আলী হাসান পলাশ তালুকদার ও তাঁর গাড়িচালকসহ অন্তত ১০ জন আহত হন।
রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাহিদ সাংবাদিকদের জানান, ৯৯৯-এ সংবাদ পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান। পরে জানতে পারেন, ধূমপান করা নিয়ে এই সংঘর্ষ হয়েছে। তবে কারা হামলা করেছে তা নিশ্চিত করতে পারেননি তিনি।
অভিযোগের বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি অভিযুক্ত মো. বিল্লাল হোসেন তালুকদারের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।