করোনাক্রান্ত সোহেল রানার জন্য দোয়া চাইলেন ছোটভাই রুবেল

বিনোদন ডেস্ক : বীর মুক্তিযোদ্ধা, অভিনেতা ও প্রযোজক মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত চার দিন ধরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় এ নায়কের জন্য দোয়া চাইলেন তার ছোট ভাই আরেক চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল।

সোহেল রানার অসুস্থতার কথা জানিয়ে জনপ্রিয় এই অ্যাকশন হিরো রুবেল বলেন, ‘ভাইয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন। সবাই আমার ভাইয়ার জন্য দোয়া করবেন।’

গত বছর দেশে করোনা মহামারি হানা দেওয়ার পর থেকেই সর্বোচ্চ সতর্কতার সঙ্গে চলছিলেন সোহেল রানা। নিজ বাসাতেই অবস্থান করছিলেন নায়ক। এর মধ্যে একটি সিনেমায় কাজ করার কথা থাকলেও করেননি। এত সতর্ক থেকেও পার পেলেন না মহামারি ভাইরাস থেকে।

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সরাসরি অংশ নেন সোহেল রানা। পরের বছর দেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ ছবিটি প্রযোজনা করে চলচ্চিত্র জগতে প্রবেশ তার। সেটি পরিচালনা করেন প্রয়াত চাষী নজরুল ইসলাম।

এরপর ১৯৭৩ সালে কাজী আনোয়ার হোসেনের বিখ্যাত কাল্পনিক চরিত্র ‘মাসুদ রানা’র একটি গল্প অবলম্বনে নির্মিত ‘মাসুদ রানা’ ছবিতে অভিনয় করে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন। পরবর্তীতে বহু দর্শকপ্রিয় ছবিতে তাকে নায়ক হিসেবে দেখা গেছে। তিনবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

‘মাসুদ রানা’ সিরিজের স্বত্ব কার, চূড়ান্ত সিদ্ধান্ত দিলেন হাইকোর্ট