জুমবাংলা ডেস্ক: সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট ফজিলাতুন্নেছা বাপ্পী (৪৯) সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। চার দিন লাইফ সাপোর্টে থাকার পর গতকাল সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউ বিভাগের প্রধান ডা. কামরুল হুদার বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে তার সোয়াইন ফ্লুতে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে।
তিনি বলেন, ফজিলাতুন্নেছা বাপ্পী এইচওয়ানএনওয়ান ভাইরাস অর্থাৎ সোয়াইন ফ্লু ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছিলেন।
পরিবার ও বিএসএমএমইউ সূত্রে জানা গেছে, এভিয়েন ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে (H1N1) আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বাপ্পী। তাঁর অবস্থায় অবনতি হলে গত রবিবার সকালে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চার দিন লাইফ সাপোর্টে থাকার পর গতকাল বৃহস্পতিবার সকাল ৮টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ফজিলাতুন্নেসা বাপ্পী সুপ্রিম কোর্টে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে সহকারী অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে ছিলেন। নবম ও দশম সংসদে তিনি আওয়ামী লীগের মনোনয়নে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে দায়িত্ব পালন করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।