জুমবাংলা ডেস্ক : সংসদীয় কমিটি সৌদি আরবসহ বিভিন্ন দেশে নারী শ্রমিক পাঠানোর অব্যাহত রাখার পক্ষে অবস্থান নিয়েছে। তারা বলছে, আরও বেশি বেশি নারী শ্রমিক পাঠানো হোক এসব দেশে। তবে, তারা অধিকতর সুরক্ষা নিশ্চিত করার পরামর্শ দিয়েছে।
সোমবার (২৫ নভেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে বিদেশে নারী শ্রমিক পাঠানো নিয়ে আলোচনা হয়। কয়েক বছর আগে বাংলাদেশ সৌদি আরবে নারী শ্রমিক পাঠানো শুরুর পর থেকে সেদেশে গৃহকর্তার হাতে নানা ধরনের নির্যাতনের খবর আসতে থাকে। কিন্তু সরকারের পক্ষ থেকে তাতে গুরুত্ব দেওয়া হচ্ছিল না।
এ বছর জানুয়ারি থেকে অগাস্ট পর্যন্ত আট মাসে ৮৫০ জন নারী দেশে ফিরে আসার পর তাদের মুখে সেখানে যৌন নিপীড়নসহ নানা ধরনের নির্যাতনের খবর গণমাধ্যমে আসার পর বিভিন্ন নারী সংগঠন সরব হয়। রক্ষণশীল দেশটিতে নারী কর্মী না পাঠানোর দাবি উঠেছে জোরেশোরে ওঠার পর সম্প্রতি জাতীয় সংসদে আলোচনায় বেশ কয়েকজন সংসদ সদস্য সৌদি আরবে আর কোনো নারী গৃহকর্মী না পাঠানোর দাবি তোলেন।
তবে সংসদীয় কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদ সোমবারের বৈঠকের পর সাংবাদিকদের বলেন, নারী শ্রমিক পাঠানোর বন্ধের পক্ষে আমরা নই। আমরা মনে করি, তাদের পাঠানো অব্যাহত রাখতে হবে। তবে যেসব অভিযোগ আছে সেগুলো গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। নারীশ্রমিকদের নিরাপত্তার উপর জোর দিতে হবে।
সংসদীয় কমিটির বৈঠকে থাকা এক কর্মকর্তা বলেন, সৌদি আরবে নারী শ্রমিক পাঠানোর বন্ধ করা-না করার বিষয় দুটি পক্ষ রয়েছে বলে জানানো হয়। একটি পক্ষ বন্ধ করার পক্ষে। আবার অনেকে এটা চালু রাখতে বলছে। যারা নারী শ্রমিক পাঠানো বন্ধ করতে চাচ্ছেন, তাদের একটি অংশের অসৎ উদ্দেশ্য থাকতে পারে বলেও কমিটির বৈঠকে উল্লেখ করা হয়। ২০১৪ সালের জুন থেকে এ পর্যন্ত ৭৪টি দেশে কাজ নিয়ে আট লাখ ৬৮ হাজার ৩৬৩ জন নারীকর্মী গেছেন।
এর মধ্যে সৌদি আরবে গেছেন ৩ লাখ ৩০ হাজার ৫৯০ জন। জাতীয় সংসদ ভবনজাতীয় সংসদ ভবনসৌদি আরবে নারী শ্রমিকদের নির্যাতনের খবরে সরকার ‘চিন্তিত’ জানিয়ে প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ সম্প্রতি সংসদে বলেছিলেন, ঢাকায় সৌদি আরব দূতাবাসের শার্জ দ্য অ্যাফেয়ার্সকে ডেকে বিষয়টি জানানো হয়েছে। সৌদি আরবে বাংলাদেশের যিনি রাষ্ট্রদূত রয়েছেন, তাকেও নির্দেশনা দেওয়া হয়েছে ওই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিষয়টি তোলার জন্য। সূত্র : বিডি২৪লাইভ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।