আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে নভেল করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে এবার রমজানে তারাবীহ ও ঈদ-উল-ফিতরের নামাজ ঘরে পড়ার সিদ্ধান্ত নিতে চলেছে। দেশটিতে করোনাভাইরাস মহামারির অবনতি হতে থাকায় এমন ঘটনা ঘটতে যাচ্ছে। সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ আল শেখ এই আভাস দিয়েছেন।
স্থানীয় ওকাজ পত্রিকাকে তিনি বলেছেন, যদি করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি না হয়, তাহলে ভাইরাসটির বিস্তার রোধে এবার রমজানে তারাবীহ’র নামাজ এবং ঈদ-উল-ফিতরের নামাজও পড়তে হবে ঘরে।
উল্লেখ, গ্র্যান্ড মুফতি হচ্ছেন সৌদি আরবের সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষ। মুফতি শেখ আব্দুল আজিজ আল শেখ বা গ্র্যান্ড মুফতিই ধর্মীয় বিভিন্ন ইস্যুর ব্যাখ্যা ও ফতোয়া দিয়ে থাকেন।
করোনাভাইরাসের প্রকোপের জন্য গত মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে সৌদি আরবে সব মসজিদ বন্ধ আছে। জুমার নামাজসহ সব নামাজ পড়তে হচ্ছে ঘরে। এছাড়াও সারা দেশে চলছে ২৪ ঘণ্টার কারফিউ।
নানা ব্যবস্থা নেওয়ার পরও সৌদি আরবে করোনার সংক্রমণ বেড়েই চলেছে। এখন পর্যন্ত দেশটিতে ৬ হাজার ৩৮০ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। আর এই ভাইরাসে মারা গেছেন ৯৩ জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।