আন্তর্জাতিক ডেস্ক : সৌদিতে সড়ক দুর্ঘটনার ৭ দিন পর মারা গেলেন টাঙ্গাইলের আলীম সৌদি আরবে সড়ক দুর্ঘটনার ৭ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হাসড়া গ্রামের মো. আব্দুল আলীম শিকদার (৩৬) নামের এক যুবকের।
বিষয়টি নিশ্চিত করেছে নিহত যুবকের পরিবার। ছেলের মরদেহ দেশে আনার জন্য বাংলাদেশ দূতাবাসের সহযোগীতা চেয়েছেন নিহতের বাবা মো. কালু শিকদার।
গত ১৬ ডিসেম্বর (বুধবার) মোটরসাইকেল যোগে বাসা থেকে কাজের উদ্দেশ্যে আল-কাছিম এলাকায় রওনা দেওয়ার পর একটি প্রাইভেটকার আব্দুল আলীমকে চাপা দিয়ে চলে যায়। সংকটাপন্ন অবস্থায় আল-কাছিম কিং ফাহাদ হাসপাতালে ৭ দিন আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় থাকার পর (২৩ ডিসেম্বর) বুধবার বাংলাদেশে সময় সকাল ১১টায় মারা যান আব্দুল আলীম। মরদেহটি বর্তমানে আল-কাছিম কিং ফাহাদ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
জানা যায়, ১৭ বছর আগে পরিবারের আর্থিক স্বচ্ছলতা আনার জন্য সৌদি আরবে পাড়ি জমান আবদুল আলীম। এরপর আল-কাছিম এলাকায় ফ্রি ভিসায় কাজ করতেন তিনি। অল্প কয়েকদিনের মধ্যে দেশে ফিরে বিয়ে সম্পন্ন করবেন বলে জানিয়েছিলেন পরিবারকে। এজন্য নেয়া হয়েছিলো সব প্রস্তুতি। তবে শেষ পর্যন্ত তা আর হলো না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।