শুক্রবার এক বিবৃতিতে ইরাকের জাতীয় সংসদের যোগাযোগ এবং তথ্য বিষয়ক কমিটি এক বিবৃতিতে বলেছে, হাশদ আশ-শাবির সাবেক সেকেন্ড ইন কমান্ডকে অবমাননা করার জন্য তারা ক্ষমা না চাইলে ইরাকে সৌদি আরবের টেলিভিশন চ্যানেল এমবিসি’র অফিস অবশ্যই বন্ধ করে দিতে হবে।
বিবৃতিতে আবু মুহান্দিসকে ইরাকি জাতির জন্য আইকন এবং বীর হিসেবে আখ্যায়িত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, সৌদি অর্থে পরিচালিত এই প্রতিষ্ঠানটি ইরাকের ভেতরে অবশ্যই সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করতে পারে না; তাদেরকে সেই সুযোগ দেয়া ঠিক হবে না।
এদিকে, হাশদ আশ-শাবির পক্ষ থেকে এমবিসি টেলিভিশনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এমবিসি টেলিভিশন এক রিপোর্টে দাবি করেছে, আবু মাহদি শহীদ হওয়ার আগে সন্ত্রাসবাদকে সমর্থন করেছিলেন। সূত্র: পার্সটুডে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।