জুমবাংলা ডেস্ক : সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরের সদর, চিরির বন্দর, বিরল, কাহারোল, বিরামপুর উপজেলাসহ বেশ কিছু এলাকায় পবিত্র নামাজ ও পশু কোরবানির মধ্য দিয়ে ঈদুল আজহা উদযাপিত হয়েছে। জেলার বিভিন্ন স্থানে ঈদের নামাজ আদায় করেছেন তারা।
বুধবার (২৮ জুন) সকাল পৌনে ৮টায় শহরের চারুবাবুর মোড় পার্টি সেন্টারে দুই শতাধিক মুসল্লি ঈদুল আজহার নামাজ আদায় করেন। এতে ইমামতি করেন, চিরির বন্দর রাবারড্রাম জামে মসজিদের খতিব আবু বকর সিদ্দিক।
এ ছাড়াও দিনাজপুর চিরির বন্দর উপজেলার সাইতাড়া, বিরল উপজেলার কান্দেবপুর ও কাজিপাড়া, কাহারোল উপজেলার জয়নন্দ ও গড়েয়া এবং বিরামপুর উপজেলায় দুটি গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জেলায় ১৩টি উপজেলায় প্রায় দেড় হাজার পরিবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ পালন করছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।