সৌদি আরবের শীর্ষ আলেমের ইন্তেকাল

আন্তর্জাতিক ডেস্ক: সৌদির সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সাবেক প্রধান ও সিনিয়র স্কলার্স কাউন্সিলের সদস্য শায়খ সালেহ বিন মুহাম্মদ আল লুহাইদান মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার (৫ জানুয়ারি) রিয়াদে তিনি মারা যান। মৃত্যুর সময় তাঁর বয়স ছিল ৯০ বছর।

আল লুহাইদানের পরিবারের পক্ষ থেকে এক টুইট বার্তায় তাঁর মৃত্যুর খবর জানানো হয়। রিয়াদের আল রাজি মসজিদে আসর নামাজের পর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

এর আগে কয়েক সপ্তাহ আগে শারীরিক অসুস্থতার কারণে তিনি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন। তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়।

শায়খ সালেহ আল লুহাইদান ১৯৩১ সালে সৌদির আল কাসিম অঞ্চলে জন্মগ্রহণ করেন। ১৯৫৯ সালে রিয়াদের শরিয়াহ কলেজ থেকে পড়াশোনা শেষ করে তিনি বিচার বিভাগে দায়িত্ব পালন শুরু করেন। ১৯৮২ সালে তিনি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের নির্বাহি পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও ১৯৭১ সাল থেকে সিনিয়র স্কলার্স কাউন্সিলের প্রতিষ্ঠাকাল থেকে সদস্য ছিলেন।

সূত্র : আল আরাবিয়া

২০.৪৬ ক্যারেটের নীল হীরায় পৃথিবীর পেটের খবর