জুমবাংলা ডেস্ক : দ্বিপাক্ষিক সহযোগিতার লক্ষ্যে সৌদি আরবের সঙ্গে বৈঠকে বসছে বাংলাদেশ। আগামী বুধ ও বৃহস্পতিবার (১২ ও ১৩ ফেব্রুয়ারি) এ সভা অনুষ্ঠিত হবে। ঢাকার শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) সূত্রে এ তথ্য জানা গেছে।
ইআরডি সূত্র জানায়, দুই দিনব্যাপী এ কমিশন সভায় সাতটি নির্দিষ্ট ইস্যু ছাড়াও বিবিধ বিষয়ে আলোচনা হবে। নির্দিষ্ট সাতটি বিষয় হলো- জনশক্তি ও কর্মসংস্থান খাতে সহযোগিতা, দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন সংক্রান্ত সহযোগিতা, বিনিয়োগ ও শিল্প সংক্রান্ত সহযোগিতা, বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতা, ধর্মবিষয়ক খাতে সহযোগিতা, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে সহযোগিতা করা।
১৩তম সভায় বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব থাকবেন ইআরডি সচিব মনোয়ার আহমেদ। আর সৌদি প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন দেশটির শ্রম মন্ত্রণালয়ের উপমন্ত্রী মাহির আব্দুল রাহমান গাসিম। এ সভায় বাংলাদেশের পক্ষে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি সমন্বয়ে একটি প্রতিনিধি দল এবং সৌদি আরবের সরকারি ও বেসরকারি পর্যায়ের ৪০ সদস্যবিশিষ্ট প্রতিনিধি দল অংশগ্রহণ করবে।
ইআরডির তথ্যমতে, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার লক্ষ্যে ১৯৭৮ সালের ২০ ডিসেম্বর চুক্তি অনুসারে যৌথ কমিশন গঠিত হয়। এরপর দুদেশের মধ্যে এ পর্যন্ত ১২টি সভা অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ সভা ২০১৮ সালের ১৪ ও ১৫ মার্চ সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।