সৌদি আরবে অভ্যন্তরীণ হজ প্যাকেজ ঘোষণা

জুমবাংলা ডেস্ক : সৌদি আরবে অভ্যন্তরীণ হজ যাত্রীদের জন্য ২০২৫ সালের হজ প্যাকেজ ঘোষণা করেছে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

নুসুক ইলেকট্রনিক অ্যাপ্লিকেশনের মাধ্যমে বিস্তারিত জানিয়েছে মন্ত্রণালয় কতৃপক্ষ। এবছর অভ্যন্তরীণ হজ যাত্রীদের জন্য চারটি প্যাকেজ রয়েছে।

পরিবহন খরচ বাদে খরচ ধরা হয়েছে প্রথম প্যাকেজ ১০ হাজার ৩৬৬ সৌদি রিয়াল, দ্বিতীয় প্যাকেজ ৮ হাজার ৯২ রিয়াল এবং আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন তৃতীয় প্যাকেজ ১৩ হাজার ৫০ সৌদি রিয়াল। চতুর্থ প্যাকেজ ১২ হাজার ৫৩৭ সৌদি রিয়াল।

প্যাকেজের আওতায় দেশটিতে বসবাসকারী বিদেশিরা ছাড়াও থাকবে সৌদি নাগরিকগণ। হজ যাত্রীদের সুবিধার্থে উন্নত সেবার বিষয়টি নিশ্চিত করেছে কতৃপক্ষ।