আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে পাবলিক প্লেসে এখন থেকে যদি কেউ উঁচু স্বরে কথা বলে, তবে তাকে সৌদি ১০০ রিয়াল যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ২,৯৫০ টাকা জরিমানা করা হবে।
সৌদিতে কোন ব্যক্তি উঁচু স্বরে কথা বলার কারনে যদি উক্ত স্থানে থাকা অন্যান্য ব্যক্তিদের অসুবিধার সৃষ্টি হয়, তবে সেই অভিযুক্ত ব্যক্তিকে ১০০ রিয়াল জরিমানা করা আইন করা হয়েছে।
গতকাল সৌদি ডেকোরাম সোসাইটি এর ভাইস প্রেসিডেন্ট খালেদ আবদুল করিম জানিয়েছেন, মন্ত্রীসভা কর্তৃক নেয়া এক সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে যদি কোন ব্যক্তি সৌদিআরবের পাবলিক স্থানে উঁচু স্বরে কথা বলে বা এমন কোন আচরন করে যাতে অন্যান্য মানুষদের কষ্ট হয় বা অসুবিধার সৃষ্টি করে, তবে সেই অভিযুক্ত ব্যক্তিকে সৌদি ১০০ রিয়াল জরিমানা করা হবে।
সৌদির এই নতুন নির্দেশনা অনুযায়ী দেশটিতে অবস্থিত সকল দেশের নাগরিককে শালীন পোশাক পরিধান করতে হবে এবং রাস্তায় বা যেকোন পাবলিক স্থানে কোন প্রকার অশালীন ও উঁচু শব্দের ব্যবহার করা যাবে না বা কোন অশালীন অঙ্গভঙ্গিও প্রদর্শন করা যাবে না।
এছাড়াও সৌদিতে ডাষ্টবিন ছাড়া অন্য কোথাও কোন ধরণের ময়লা এমনকি থুথুও ফেলতে পারবে না, অনুমতি ছাড়া কারো ছবি ও ভিডিও করা যাবে না এবং আজান ও নামাজ এর সময় গান শুনা যাবে না।
এসকল অপরাধের জন্য সৌদির ৫০ রিয়াল থেকে ৬ হাজার রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।