
আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের আবহা প্রদেশের মাহাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জয়নাল আবেদীন নামে এক বাংলাদেশি মারা যান। আজ বুধবার সৌদি সময় সকালে জিজান প্রদেশে এ ঘটনা ঘটে।
জয়নালের সহকর্মীরা জানান, কাজ করা অবস্থায় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
Advertisement
আবহা প্রদেশ থেকে সম্প্রতি কাজ নিয়ে জিজান শহরে পাড়ি জমান জয়নাল। দুই বছর আগে তিনি সৌদি আরব আসেন।
জয়নালের গ্রামের বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বরইতলী পহরচাঁদা গোবিন্দপুর গ্রামে। তার বাবার নাম মোহাম্মদ নুরু।
জয়নালের মরদেহ জিজানের স্থানীয় একটি হাসপাতালে রাখা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


