আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরব কর্তৃপক্ষ দেশটির দুবা বন্দর থেকে ৪ লাখ ৬০ হাজার ক্যাপ্টাগন পিল জব্দ করেছে। মেশিনের মধ্যে করে এই বিপুল পরিমাণ মাদক সৌদি আরবে প্রবেশের চেষ্টা করা হয়েছিল। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানায় দেশটির কাস্টমস কর্তৃপক্ষ। খবর আরব নিউজের।
খবরে বলা হয়েছে, মূলত মেশিন আমদানির কথা বলে তার আড়ালে এই মাদক ঢুকানো হচ্ছিল সৌদি আরবে। জব্দ করা মাদকের দাম হতে পারে ৪৬ লাখ ডলার থেকে ১ কোটি ১৫ লাখ ডলার। একেকটি পিলের দাম ১০ থেকে ২৫ ডলারের মধ্যে হয়ে থাকে।
পুরো মধ্যপ্রাচ্যজুড়েই তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয় এই মাদক। এই মাদকের মাধ্যমে যে বিপুল পরিমাণ অর্থ আয় হয় তা মূলত সন্ত্রাসবাদের পেছনে ব্যয় করা হয়।
সৌদি সরকার মাদক দমনে নানা ধরনের পদক্ষেপ নিয়েছে। তবুও দেশটিতে মাদক প্রবেশের ঘটনা কমছে না। সৌদি আরবে মাদক চোরাচালানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। দেশটির সরকার নাগরিকদের মাদক সম্পর্কিত তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানিয়েছে।
যারা এ ধরনের তথ্য দিয়ে সহায়তা করে, তাদেরকে বিপুল পরিমাণ আর্থিক পুরষ্কার দেয় সৌদি কর্তৃপক্ষ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।