জুমবাংলা ডেস্ক : দক্ষিণ এশিয়া ও উপসাগরীয় অঞ্চলের বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচনের পথে হাঁটছে বাংলাদেশি স্টার্টআপ শপআপ। সৌদি আরবের বৃহত্তম (বিটুবি) মার্কেটপ্লেস এবং সেবা প্ল্যাটফর্ম ‘সারির’ সঙ্গে একীভূত হচ্ছে প্রতিষ্ঠানটি। এই চুক্তির ফলে বাংলাদেশি পণ্যের জন্য সৌদি আরবের বাজারে প্রবেশ আগের চেয়ে অনেক সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আজ বুধবার (৯ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ব্লুমবার্গ।
শপআপ ও সারি—উভয় প্রতিষ্ঠানই ক্ষুদ্র, ছোট ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে উৎপাদক ও পাইকারি সরবরাহকারীদের সঙ্গে সংযুক্ত করে কার্যকর ও আধুনিক সরবরাহ চেইন গড়ার কাজ করে। বাংলাদেশে দ্রুত চলমান ভোগ্যপণ্য বা ফাস্ট মুভিং কনজিউমার গুডস (এফএমসিজি) খাতে সবচেয়ে বড় সংগঠিত পরিবেশক হলো শপআপ। বর্তমানে প্রতিষ্ঠানটির ২০০টিরও বেশি হাব রয়েছে সারা দেশে। অপরদিকে, সাউদি আরব, মিশর ও পাকিস্তানে কার্যক্রম পরিচালনা করছে সারি।
এদিকে শপআপ জানিয়েছে, বর্তমানে সৌদি আরবে ৩০ লাখের বেশি বাংলাদেশি প্রবাসী রয়েছেন, এরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এই বৃহৎ বাজারের কথা মাথায় রেখেই শপআপ ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশে কার্যক্রম শুরু করার পরিকল্পনা করছে।
আগামী এক দশকে উপসাগরীয় অঞ্চল ও দক্ষিণ এশিয়ার মধ্যকার বাণিজ্যিক করিডোর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ রুটে পরিণত হবে বলে ধারণা করা হচ্ছে। এই পথে প্রায় ৬৮২ বিলিয়ন ডলারের বাণিজ্য চলবে। শপআপ এই সুযোগ কাজে লাগিয়ে একটি বৈশ্বিক কোম্পানিতে পরিণত হতে চায় বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির এক শীর্ষ কর্মকর্তা।
এই একীভূত প্রতিষ্ঠানের নাম দেওয়া হচ্ছে ‘সিল্ক গ্রুপ’। এতে নেতৃত্ব দিচ্ছে সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ)-এর সম্পূর্ণ মালিকানাধীন প্রতিষ্ঠান সানাবিল ইনভেস্টমেন্টস এবং পিটার থিয়েলের ভ্যালার ভেঞ্চারস। চুক্তির আওতায় প্রায় ১১০ মিলিয়ন ডলার, অর্থাৎ প্রায় ১,৩০০ কোটি টাকার সমপরিমাণ তহবিল সংগ্রহ করা হবে।
এছাড়াও এই তহবিলের মধ্যে রয়েছে ইক্যুইটি বিনিয়োগ ও ‘সিল্ক ফাইন্যান্সিয়াল’ নামে একটি নতুন আর্থিক শাখার জন্য বিশেষ অর্থায়ন। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য নতুনধরনের অর্থনৈতিক সেবা উদ্ভাবনের লক্ষ্যে কাজ করবে এই নতুন প্রতিষ্ঠানটি।
সিল্ক গ্রুপের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করবেন শপআপের সহ-প্রতিষ্ঠাতা ও বর্তমান সিইও আফীফ জামান। অন্যদিকে, সিল্ক ফাইন্যান্সিয়ালের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব নেবেন সারির প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলদোসারী। শপআপ বাংলাদেশের প্রধান নির্বাহী হবেন প্রতিষ্ঠানটির আরেক সহ-প্রতিষ্ঠাতা আতাউর রহিম চৌধুরী।
আফীফ জামান বলেন, এই একীভূতকরণ আমাদের এমন এক বাণিজ্য করিডোরে নিয়ে এসেছে, যা অদূর ভবিষ্যতে বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্য পথগুলোর একটি হবে। আমরা সেই পথ ধরেই বৈশ্বিক পণ্যের প্রবাহ সহজ করতে কাজ করব।
সানাবিল ইনভেস্টমেন্টসের একজন মুখপাত্র জানান, এই একীভূতকরণ শুধু আকার নয়, দক্ষতা ও গভীরতাও বাড়াবে। আর্থিক, সরবরাহ ও বাণিজ্যিক সেবা মিলিয়ে যে একটি পূর্ণাঙ্গ প্ল্যাটফর্ম দরকার, সিল্ক সেটিই দিতে পারবে।
এদিকে এটি হবে দক্ষিণ এশিয়ায় সানাবিলের প্রথম বিনিয়োগ। এ ছাড়া এই বিনিয়োগে অংশ নিচ্ছে ফ্লোরিশ ভেঞ্চারস, কুয়েত সরকারের মালিকানাধীন ওয়াফরা এবং কাতার সরকারের মালিকানাধীন কাতার ডেভেলপমেন্ট ব্যাংক।
মোহাম্মদ আলদোসারী বলেন, আমাদের শক্তি একীভূত করে শুধু ব্যবসার পরিসরই বাড়াচ্ছি না, বরং ডিজিটাল বাণিজ্যের ধারা বদলে দিচ্ছি। যেসব এসএমই এত দিন বঞ্চিত থেকেছে, এবার তাদের সেবার আওতায় আনা হচ্ছে।
তিনি আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত বিস্তৃত শুল্ক সিল্ক-এর জন্য সুযোগ তৈরি করবে, কারণ রপ্তানিকারকরা নতুন বাজার খুঁজছেন।
এই একীভূতকরণ একটি সাহসী পদক্ষেপ। এর মধ্য দিয়ে দক্ষিণ এশিয়াকে ঘিরে একটি নতুন বাণিজ্যিক ইকোসিস্টেমের ভিত্তি তৈরি হচ্ছে বলে জানান ভ্যালার ভেঞ্চারসের প্রতিষ্ঠাতা অংশীদার জেমস ফিটজেরাল্ড।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।