বাংলাদেশ সরকার সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে ইলিশ রপ্তানি করবে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন বর্তমান দেশের অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। ধাপে ধাপে ১১ হাজার টন ইলিশ রপ্তানির পরিকল্পনা করা হয়েছে।
সচিবালয় এক সংবাদ ব্রিফিং এর আয়োজন করা হয়। সেখানে সাংবাদিকদের সামনে তিনি তার সিদ্ধান্তের কথা জানিয়ে দেন। এই সিদ্ধান্ত নেওয়ার সময় বাংলাদেশের যেসব প্রবাসী সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে বাস করেন তাদের কথা বিবেচনায় আনা হয়। এমনটাই জানিয়েছেন সরকারের উপদেষ্টা ফরিদা আখতার।
বর্তমানে সৌদি আরবে প্রবাসী কর্মজীবী রয়েছে ৪৪ লাখ। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতে এর সংখ্যা হবে প্রায় ২২ লাখ। মন্ত্রণালয় থেকে আরও জানানো হয়েছে যে, প্রাথমিক সিদ্ধান্তের অংশ হিসেবে দুই দেশে ১১ হাজার টন ইলিশ রপ্তানি করা হবে।
তিনি জানান, আসন্ন রমজান মাসে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য সরবরাহ নিশ্চিত করার কাজ করছে। ঢাকা শহরে রমজান মাসে মাছ, মাংস, ডিম ও দুধ সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখার জন্যপদক্ষেপ নেওয়া হয়েছে।
উপদেষ্টা আরও জানান, রমজান মাসে ঢাকা শহর ছাড়াও সারা দেশব্যাপী প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার সমন্বয়ে বিপণন কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।