আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দেখা করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সোমবার হওয়া এ বৈঠকে ক্রাউন প্রিন্সের হাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাঠানো একটি চিঠি তুলে দেন জয়শঙ্কর। খবর আল আরাবিয়ার।
সৌদি আরবের পক্ষ থেকে দেওয়া একটি বিবৃতিতে বলা হয়েছে, জয়শংঙ্করের সঙ্গে ক্রাউন প্রিন্স সালমান দ্বিপাক্ষিক সম্পর্ক ও আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে কথা বলেছেন।
জয়শঙ্কর-প্রিন্স সালমান বৈঠকে উপস্থিত ছিলেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান, ভারতে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত সালেহ আল-হুসেনি।
প্রিন্স সালমানের সঙ্গে বৈঠকের পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাদা বৈঠক করেন।
জুলাইয়ে ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ জোটের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে আলাদাভাবে আলোচনা করেছিলেন সৌদি আরব ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী। এরপর সেপ্টেম্বরে আবারও দেখা করলেন তারা।
সূত্র: আল আরাবিয়া
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।