আন্তর্জাতিক ডেস্ক : নিজ দেশে ফিরে যেসব প্রবাসী করোনার কারণে আটকে পড়েছেন তাদের জন্য রি-এন্ট্রি ভিসার মেয়াদ বাড়িয়েছে সৌদি আরব।
আরব নিউজের খবরে বলা হয়েছে, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো মেয়াদে ভিসার জন্য বাড়তি কোনো ফিও দিতে হবে না বলে সৌদি পাসপোর্ট অফিস জেনারেল ডিরেক্টরিয়েট অব পাসপোর্ট (জাওয়াজাত) জানিয়েছে।
এ ছাড়া সীমান্ত বন্ধ থাকায় দেশে ফিরতে না পারায় যেসব প্রবাসীর এক্সিট ও এন্ট্রি ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে এবং সৌদি আরবেই অবস্থান করছেন তাদের ভিসার মেয়াদও বাড়ানো হয়েছে।
এর মধ্য দিয়ে শ্রমিক ও গৃহস্থালি কর্মচারীদের দেশটিতে বসবাসের অনুমতির (ইকামা) মেয়াদও বৃদ্ধি করেছে। ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া প্রবাসীরা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশটিতে অবস্থান করতে পারবেন।
ব্যবসায়িক কাজে যারা বাইরে গিয়ে আটকে পড়েছেন এবং সৌদি আরবে ফেরার অপেক্ষা করছেন তাদের ইকামার মেয়াদও বাড়ানো হয়েছে।
করোনা পরিস্থিতিতে প্রবাসীসহ সকলের প্রবেশ ও ত্যাগের ওপর নিষেধাজ্ঞা জারি করে সৌদি সরকার। ফলে অনেক প্রবাসীর এক্সিট, এন্ট্রি ভিসা ও ইকামার মেয়াদ শেষ হয়ে যায়।
সম্প্রতি জি-২০ ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে ভার্চুয়াল মিটিং হয় আন্তর্জাতিক ফ্লাইট চালু করা নিয়ে। এর চার দিন পরে সৌদি আরব এমন সিদ্ধান্ত প্রকাশ করলো। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেছেন, এর ফলে জি-২০ এর সদস্য দেশগুলোর মধ্যে অর্থনীতি পুনরুদ্ধারে সহায়ক হবে। গত ১৫ মার্চ থেকে আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করে সৌদি আরব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।