Advertisement
মুন্সীগঞ্জ প্রতিনিধি: সৌদি বাদশা সালমান মানবিক সাহায্য ও রিলিফ সেন্টারের সহযোগিতায় রোহিঙ্গাসহ দেশব্যাপী ৩০ হাজার হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা কর্মসূচির অংশ হিসাবে মুন্সীগঞ্জের মিরকাদিম পৌর এলাকার বিভিন্ন মসজিদ, মাদ্রাসার ইমামসহ দরিদ্র ৫ শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে সদর উপজেলার মিরকাদিম পৌরসভার টেঙ্গর এলাকার অতিরিক্ত আইজিপি মাহাবুব হোসেনের বাড়িতে এই খাদ্য সহায়তা দেয়া হয়। খাদ্য সহায়তার মধ্যে চাল, ডাল, তেল, চিনি, লবনসহ বিভিন্ন খাদ্য সামগ্রী রয়েছে।
সৌদি বাদশার মানবিক সাহায্য ও রিলিফ সেন্টারের ব্যবস্থাপক ডা. তৌহা বিন ওমার আল খতিব উপস্থিত থেকে এই খাদ্য সহায়তা বিতরণ করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মানবতার পাঠাগাড়ের ব্যবস্থাপনা পরিচালক মোঃসাইফুলইসলাম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



