Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্পের জামাতা ও তার জ্যেষ্ঠ উপদেষ্টা জারেড কুশনার।
মঙ্গলবার সৌদি আরবে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান উপস্থিত ছিলেন। বৈঠকে এ অঞ্চলের স্থিতিশীলতা নিয়ে আলোচনা হয়। এ খবর জানিয়েছে আরব নিউজ।
এসপিএর খবরে বলা হয়, উভয় পক্ষই মধ্যপ্রাচ্যে শান্তি এবং ফিলিস্তিনি ও ইসরাইলের মধ্যকার সংকট সমাধানের বিষয়ে আলোচনা করেছেন।
গত সোমবার মধ্যপ্রাচ্য সফর শুরু করেন ট্রাম্পের জামাতা জারেড কুশনার। এর আগে তিনি সংযুক্তর আরব আমিরাতে একটি বৈঠকে অংশগ্রহণ করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



