
গতকাল রবিবার (২২ নভেম্বর) সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে লোহিত সাগরের তীরে পরিকল্পিত নিওম এলাকায় পম্পেও ও মুহাম্মাদের মধ্যে বৈঠক সম্পন্ন হয়। সৌদি বার্তা সংস্থা এসপিএ এ খবর নিশ্চিত করে।
যুক্তরাষ্ট্র ও আমেরিকার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, আঞ্চলিক দ্বিপক্ষীয় সম্পর্ক ও সন্ত্রাস প্রতিরোধে মধ্যপ্রাচ্যে সৌদির ভূমিকা নিয়ে উভয়ের মধ্যে আলোচনা হয়।
এ সময় বৈঠকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান ও সৌদিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জোন আবজাইদ উপস্থিত থাকেন।
এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগ জানায়, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে সুদৃঢ় দ্বিপক্ষীয় সম্পর্ক তৈরি ও অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পম্পেও। এছাড়া গত মাসে ওয়াশিংটনে অনুষ্ঠিত দ্বিরাষ্ট্রীয় আলোচনার অগ্রগতি ও ইরানের আধ্যিপত্য বিস্তাররোধ সংক্রান্ত বিভিন্ন ইস্যু নিয়েও কথা বলা হয়।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পম্পেও গত সপ্তাহ থেকে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ সফর শুরু করেন। এরমধ্যে তুরস্ক, ইসরায়েল, আরব আমিরাত ও বাহরাইনও সফর সম্পন্ন করেন তিনি। কাতার সফরকালে দোহায় আফগান সরকার ও তালেবান প্রতিনিধি দলের সঙ্গে পৃথক বৈঠক করেন।
সূত্র : আল আরাবিয়াহ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


