স্পোর্টস ডেস্ক : অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকার। সতীর্থদের চেয়ে বেশ দেরিতেই বিয়ে করছেন তিনি। পাত্রীর নাম প্রিয়ন্তি দেবনাথ পূজা। যার বাবা-দাদার বাড়ি খুলনায়। বর্তমানে রাজধানীর গ্রিন রোডে থাকেন পূজার পরিবার। তার বাবা ব্যবসায়ী। পূজা বর্তমানে রাজধানীর একটি কলেজে ও-লেভেল হায়ার সেকেন্ডারিতে (এইচএসসি) পড়ছে।
হার্ডহিটার কাম মিডিয়াম পেসার সৌম্য সরকার এই সিরিজে খেলছেন না। কারণ বিয়ে করে জীবনের নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন তিনি। তার জায়গায় সুযোগ মিলতে পারে অফ স্পিনার মেহেদী মিরাজের। মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ২২ ফেব্রুয়ারি সিরিজের একমাত্র টেস্টটি শুরু হবে। সিলেটে ১ মার্চ সিরিজের প্রথম ওয়ানডে। পরের দুই ম্যাচ ৩ ও ৬ মার্চ। এরপর ৯ মার্চ মিরপুরে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। ১১ মার্চ সেই মিরপুরেই দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।