স্পোর্টস ডেস্ক : দুই দল যখন ইন্দোরে লড়াই করছে, তখন বাংলাদেশের মাটিতে আবার ইমার্জিং এশিয়া কাপের ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত-বাংলাদেশ। ভারতের দেয়া ২৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সৌম্য সরকার আর নাজমুল হাসান শান্ত’র তান্ডবে সহজ পায় বাংলাদেশ ইমার্জি দল।
টস হেরে ব্যাট করতে নেমে টাইগার বোলিংয়ের সামনে আরমান জাফরের সেঞ্চুরিতে ২৪৬ রানে থেমে যায় ভারতের ইনিংস। এই রান করতে নেমে দলীয় ১৫ রানে ওপেনার মোহাম্মাদ নাঈম ১৪ রান করে বিদায় নেন। এরপর শুরু হয় সৌম্য-শান্ত’র তান্ডব। বাউন্ডারি-ওভার বাউন্ডারির পসরা সাজায় তারা।
এই দুজনে মিলে গড়ের ১৪৪ রানের জুটি। দলীয় ১৫৯ রানে ৩ ছয় ও ৭ চারে ৬৮ বলে ৭৩ করে আউট হন জাতীয় দলে বার বার ব্যর্থ হওয়া সৌম্য সরকার। দেশাইয়ের বলে শিভাম মাভিকে ক্যাচ দিয়ে প্যাভিলনে ফেরেন এই বিধ্বংসী ওপেনার।
তখনও ব্যাট চালিয়ে খেলতে থাকেন নাজমুল হাসান শান্ত। জয়ের জন্য যখন দরকার ৪৬ রান, তখন তিনি বিদায় নেন। বিদায়ের আগে করে ২ ছয় ও ১৪ চারে ৮৮ বলে করেন ৯৪ রান। ইয়াসির আলী ২১ করে আউট হলে বাকী কাজ সারেন আফিফ হোসেন ও জাকির হাসান। ফলে ৭.৫ ওভারে হাতে রেখেই ৬ উইকেটের বড় জয় পায় বাংলাদেশ।
এর আগে টস হেরে ব্যাট করতে নামে ভারত। তবে শুরুটা ভালো করতে পারেননি তারা। শুরুতেই অধিনায়ক ও ওপেনার রবি শরৎ এর উইকেট হারায় ভারতীয় ইমার্জিং দল। এরপর আরিয়ান জুয়াল ৩৭ ও সানভির সিং ২৬ রান করে প্রাথমিক ধাক্কা সামাল দেন।
টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৮৮ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারত। পঞ্চম উইকেটে ১২৫ রানের জুটি গড়েন আরমান জাফর ও ভিনয়ক গুপ্ত।
মাত্র ৯৮ বলে ৮ চার ও ৩ ছয়ের মারে ১০৫ রান করেন আরমান। ভিনয়কের ব্যাট থেকে আসে ৬৫ বলে ৪০ রানের ইনিংস। শেষদিকে হৃত্বিক শোকেন ১৬ রান করলে ভারতের ইনিংস থামে ২৪৬ রানে।
বাংলাদেশের পক্ষে সুমন খান নিয়েছেন ৪ উইকেট। এছাড়া ২টি করে উইকেট নিয়েছেন সৌম্য সরকার ও তানভির ইসলাম। মাত্র ১টি উইকেট পেলেও, ১০ ওভারের স্পেলে কিপটে বোলিংয়ে ২৬ রান খরচ করেন মেহেদি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।