আইগিয়ার ইভোক নামে একটি সৌরচালিত রেডিও ও এমপিথ্রি প্লেয়ার এনেছে ভারতীয় স্মার্টফোন অ্যাকসেসরিজ ও গ্যাজেট নির্মাতা প্রতিষ্ঠান আইগিয়ার। রেট্রো স্টাইলের নকশায় নির্মিত পণ্যটি দেখতে পুরনো দিনের রেডিও ক্যাসেট প্লেয়ারের মতো। তবে আইগিয়ারের সৌরচালিত পণ্যটি আদতে একটি রেডিও ও এমপিথ্রি প্লেয়ার। এতে আধুনিক ডিজিটাল ডায়াল ব্যবহার না করে যুক্ত করা হয়েছে অ্যানালগ ডায়াল। চ্যানেল পরিবর্তন ও অন্যান্য টিউনিং ইনডিকেটর হিসেবে থাকছে একটি নিডল। রেডিওটির বডি তৈরি হয়েছে মজবুত এবিএস প্লাস্টিকে।
যেসব প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ সহজলভ্য নয়, সেখানকার জন্য রেডিওটি আকর্ষণীয় হিসেবে দেখা যাবে। কারণ এতে রয়েছে সোলার চার্জিং সাপোর্ট। শুধু এফ রেডিও নয়, এটা সাপোর্ট করছে এএম ও এসডব্লিউ। ব্লুটুথ ফাইভ পয়েন্ট জিরো সাপোর্ট করার ফলে যেকোনো স্মার্টফোনের সঙ্গে সংযোগ দিয়ে মিউজিক প্লে করা যাবে। পাঁচ ওয়াটের স্পিকার বেশ ভালো ব্যাসের সাউন্ড দেবে বলে দাবি সংশ্লিষ্টদের।
আইগিয়ার ইভোকের ১২০০ এমএএইচের ব্যাটারি সহজেই রিচার্জ করা সম্ভব। রেডিওর বডির উপরিভাগে রয়েছে একটি সোলার প্যানেল। সৌরবিদ্যুতের পাশাপাশি সাধারণ বিদ্যুতের উৎস থেকেও চার্জ করা যাবে রেডিওটি।
ভারতের বাজারে ৪০ ডলার বা ৩ হাজার রুপিতে পাওয়া যাবে আইগিয়ার ইভোক। পার্লব্লু, হোয়াইট শ্যাম্পেন গোল্ড ও ইয়েলো ব্ল্যাক—এ তিন রঙে পাওয়া যাবে রেডিওটি। আইগিয়ারের নিজস্ব ওয়েবসাইটের পাশাপাশি অ্যামাজন ও ফ্লিপকার্টে বিক্রি হচ্ছে গ্যাজেটটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।