অনেক জ্যোতির্বিজ্ঞানী বিশ্বাস করেন, কয়েক বছরের মধ্যে সৌরজগতের নবম গ্রহ আবিষ্কৃত হতে পারে। তাই যদি হয়, তাহলে অধরা সেই গ্রহে পৃথিবী থেকে নভোযান পাঠাতে কত বছর সময় লাগবে? সৌরজগতে গ্রহ কয়টি? আগ্রহীরা হয়তো মাথা চুলকে বলবেন, ৮টিই তো জানি। তাহলে নবম গ্রহের কথা আসছে কোত্থেকে? আর সেই গ্রহ না থাকলে সেখানে যাওয়ার কথাই-বা আসছে কেন?
হ্যাঁ, এ কথা সত্যি যে এখনো নবম গ্রহ খুঁজে পাওয়া যায়নি। তাহলে কেন নবম গ্রহ নিয়ে আলোচনা করছি? কারণ, কিছু জ্যোতির্বিজ্ঞানী বিশ্বাস করেন, সৌরজগতের শেষ প্রান্তে লুকিয়ে আছে অধরা সেই নবম গ্রহ। আর সেই গ্রহটি খুঁজে পাওয়া থেকে আমরা মাত্র কয়েক বছর পিছিয়ে আছি। অবশ্য এ সবই তাত্ত্বিক কথাবার্তা। নবম গ্রহ এখনো বিজ্ঞানীদের খাতা-কলমেই সীমাবদ্ধ। প্রথমে সেটা খুঁজে পেতে হবে, তারপর শুরু হবে সেই গ্রহের উদ্দেশ্যে যাত্রা।
সেখানে পৌঁছাতে কত দিন লাগবে, তা জানার আগে একটু জেনে নিই, এই নবম গ্রহটা আসলে কী। বিজ্ঞানীরা বলছেন, গ্রহটি যদি খুঁজে পাওয়া যায়, তাহলে সেটির অবস্থান হবে নেপচুন থেকেও দূরে। সে হিসেবে সৌরজগতের সর্বশেষ গ্রহ হবে সেটা। বর্তমানে সৌরজগতে স্বীকৃত গ্রহ ৮টি। সবচেয়ে দূরে রয়েছে নেপচুন। নবম গ্রহটি হবে তার চেয়েও দূরে। হিসাব অনুযায়ী ওই গ্রহটিও হবে ইউরেনাস বা নেপচুনের মতো গ্যাস বা বরফের তৈরি। পৃথিবী থেকে সেটি হবে কমপক্ষে ৫-১০ গুণ ভারী।
কিন্তু হঠাৎ বিজ্ঞানীদের কেন মনে হলো সৌরজগতে আরেকটি গ্রহ লুকিয়ে আছে? এটা কি শুধুই বিজ্ঞানীদের কল্পনা, নাকি বাস্তবতা রয়েছে কিছু? আসলে বিজ্ঞানীরা শুধু শুধু কিছু অনুমান করেন না। তাঁদের অনুমানের পেছনেও থাকে যুক্তি। নবম গ্রহটির ব্যাপারটাও সেরকম। নেপচুনের কক্ষপথের বাইরে বিজ্ঞানীরা প্রায় এক ডজন বস্তুকে এমনভাবে নড়াচড়া করতে দেখেছেন যেন সেগুলো
কোনো বড় বস্তুকে কেন্দ্র করে ঘুরছে। আর যদি সত্যিই নির্দিষ্ট কোনো বস্তুকে কেন্দ্র করে অন্য কোনো কিছু বস্তু ঘোরে, তাহলে সেই নির্দিষ্ট বস্তুটা গ্রহ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। যেমন পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে চাঁদ। তবে সেটা বামন গ্রহও হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।