স্পোর্টস ডেস্ক: ১৯৯৬ সালে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে টেস্টে অভিষেক করেছিলেন একইসাথে। ইংল্যান্ডের বিপক্ষে সেই টেস্ট অভিষেকে নজর কেড়েছিলেন দুই নবীন। এর পর আন্তর্জাতিক ক্রিকেটে সৌরভ গাঙ্গুলি ও রাহুল দ্রাবিড়ের সঙ্গী হয়েছে একের পর এক সাফল্য।
আর এবার ভারতীয় ক্রিকেটে সৌরভ গাঙ্গুলি ও রাহুল দ্রাবিড়ের অবদান নিয়ে মুখ খুললেন গৌতম গম্ভীর।
সম্প্রতি ভারতের সাবেক বাঁহাতি ওপেনারের মতে, এক দিনের ক্রিকেটে আমার অভিষেক হয়েছিল সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে। টেস্টে অভিষেক ঘটেছিল রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে। দুর্ভাগ্যের বিষয় হল যে, অধিনায়ক দ্রাবিড়কে আমরা প্রাপ্য সম্মান দিই না। আমরা শুধুই অধিনায়ক হিসেবে সৌরভ গাঙ্গুলি বা মহেন্দ্র সিং ধোনির কথা বলি।
দ্রাবিড়ের অধিনায়কত্ব নিয়ে গম্ভীর বলেন, রাহুল দ্রাবিড়ও দুর্দান্ত অধিনায়ক ছিলেন। ক্রিকেটার হিসেবে দ্রাবিড় সম্ভবত সবচেয়ে কম আলোচিত থেকে গেছে। অধিনায়ক হিসেবেও তাই ঘটেছে।
ক্রিকেটার রাহুল দ্রাবিড় সম্পর্কে গৌতম গম্ভীর বলেছেন, টেস্টে ওপেন করতে বলা হয়েছিল, দ্রাবিড় করেছে। উইকেটকিপিং করেছে। ব্যাট করেছে ফিনিশার হিসেবেও। দল বা অধিনায়ক যা করতে বলেছে, সবই করেছেন তিনি। আমার কাছে, সৌরভের চেয়েও ভারতীয় ক্রিকেটে দ্রাবিড়ের প্রভাব বেশি।
তিনি আরও বলেন, সাদা বলের ক্রিকেটে সৌরভের প্রভাব অবশ্য বেশি ওর ফ্ল্যামবয়েন্সের কারণে। কিন্তু সার্বিক ভাবে ভারতীয় ক্রিকেটে সম্ভবত সবার চেয়ে এগিয়ে থাকবে দ্রাবিড়। শচীন টেন্ডুলকারের সঙ্গে তুলনা করা যায় দ্রাবিড়কে। তবে সারা জীবন শচীনের ছায়ায় খেলেছে দ্রাবিড়। কিন্তু, প্রভাবের দিক থেকে শচীনের মতোই অবদান ছিল তার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।