
স্পোর্টস ডেস্ক: ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলীর প্রস্তাব ফেরাল ক্রিকেট অস্ট্রেলিয়া। ডনের দেশে পৌঁছে ২ সপ্তাহই কোয়ারেন্টিনে থাকতে হবে বিরাট কোহলিদের।
চলতি বছরের শেষের দিকে অস্ট্রেলিয়ার সফরে যাচ্ছে টিম ইন্ডিয়া। আর অস্ট্রেলিয়ায় পৌঁছে অ্যাডিলেইডে কোয়ারেন্টিনে থাকবে ভারতীয় ক্রিকেট দল। এমনটাই জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী নিক হকলি।
কিছুদিন আগে অস্ট্রেলিয়া সফরে কোহলিদের কোয়ারেন্টিনে থাকার সময়সীমা কমানোর পক্ষে সওয়াল করেছিলেন সৌরভ। তার যুক্তি ছিল ২ সপ্তাহ হোটেলবন্দি থাকলে, হতাশা গ্রাস করতে পারে রোহিতদের। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দিল ক্রিকেট অস্ট্রেলিয়া।
তবে সিএ প্রধান নির্বাহী নিক হকলি জানিয়েছেন, কোয়ারেন্টিনে থাকার সময় ভারতীয় দল অত্যাধুনিক পরিকাঠামোতে অনুশীলন করতে পারবে। যাতে ম্যাচে কোনও সমস্যা না হয়। চিকিৎসক আর স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই সব ব্যবস্থা করা হবে।
তিনি বলেন, শুধু সফরকারী ভারতীয় দলের ক্রিকেটাররাই নন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলে দেশে ফেরা অস্ট্রেলিয়া ক্রিকেটারদেরও নিয়ম মতো কোয়ারেন্টিনে থাকতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।