স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ দাবি করেছেন, রবি শাস্ত্রীকে প্রধান কোচের দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী।
রশিদ লতিফ বলেন, সবকিছু শুরু হয়েছিল যখন অনিল কুম্বলেকে ভুলভাবে কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। রবি শাস্ত্রী হয়তো কোনো কোচিং কোর্স না করে সরাসরি কোচ হিসেবে যোগ দিয়েছেন। কুম্বলের টেস্ট উইকেট ছিল ৬০১৯। তার সঙ্গে খেলেছেন সৌরভ গাঙ্গুলী ও রাহুল দ্রাবিড়ের মতো তারকারা।
তিনি মনে করেন, রবি শাস্ত্রী হয়তো ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচের চাকরি চালিয়ে যাওয়ার কথা ভেবেছিলেন। কিন্তু সৌরভ গাঙ্গুলী শাস্ত্রীকে বলেছেন ‘বস, চলে যাওয়ার সময় হয়েছে।’
তিনি আরও বলেন, মাঠের বাইরে এ ধরনের ঘটনা পারফরম্যান্সকে প্রভাবিত করে। এগুলো ব্যক্তিগত আক্রমণ এবং ভারতীয় ক্রিকেটকে প্রভাবিত করছে। নব্বইয়ের দশকের গোড়ার দিকে পাকিস্তানেও এমন ঘটনা ঘটেছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।