সৌর প্যানেলের কাজ হলো সূর্যের আলোর শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা। এ জন্য প্যানেলে রাখা হয় অনেক ফটো ভোল্টাইক সেল। ফটো ভোল্টাইকের অর্থ হলো সূর্যরশ্মি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের এক বিশেষ ধরনের ব্যবস্থা।
এরা সূর্যরশ্মির ফোটন ব্যবহার করে সিলিকন সেলের ইলেকট্রনগুলোকে আলোড়িত করে। এর ফলে বিদ্যুৎ উৎপাদিত হয়। কিন্তু সেই বিদ্যুৎ যদি রাতে ব্যবহার করতে চাই, তাহলে তা সঞ্চয় করে রাখার একটি ব্যবস্থা দরকার। ব্যাটারির সাহায্যে সেটা করা হয়।
যেমন আইপিএসের ব্যাটারি আমরা বাসার বিদ্যুৎ দিয়ে চার্জ করে রাখি, হঠাৎ বিদ্যুৎ কোনো কারণে চলে গেলে আইপিএসে সঞ্চিত বিদ্যুৎ ব্যবহার করি। সৌরবিদ্যুতের ক্ষেত্রেও প্রায় সে রকম ব্যবস্থাই করা হয়। সূর্যের আলো থেকে উৎপন্ন বিদ্যুৎ দিয়ে সারা দিন ব্যাটারি চার্জ করে রাখা হয়।
সেই বিদ্যুৎ প্রয়োজনে দিনের বেলায়ও সরাসরি ব্যবহার করা যায়। যেমন সৌরবিদ্যুৎ সরাসরি ব্যবহার করে দিনের বেলা ফসলের খেতে পানিসেচের ব্যবস্থা করা হয়। আবার রাতে বাসায় বাতি জ্বালানো, ফ্যান, রেডিও–টিভি চালানো যায়। এখন আমাদের অনেক গ্রামে একটি ছোটখাটো সোলার প্যানেল ব্যবহার করে তিন ঘরে তিনটি বাতি ও একটি টিভি দেখা যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।