আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটেন থেকে স্বাধীনতার প্রশ্নে আবারও গণভোটের ডাক দিয়েছে স্কটল্যান্ড। আর ক্যারিবিয়ান রাষ্ট্র অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ব্রিটিশ রাজতন্ত্রের সঙ্গে সম্পর্কচ্ছেদের আগ্রহ প্রকাশ করেছে। রানী এলিজাবেথের মৃত্যু এবং রাজা হিসেবে চার্লসের অভিষেকের পরপর এ দুটি ঘোষণা এলো।
স্কটল্যান্ডের সরকারপ্রধান ও ক্ষমতাসীন স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএনপি) প্রধান নিকোলা স্টারজন বলেছেন, ব্রিটেন থেকে স্বাধীনতার সময় এসে গেছে। বিষয়টি নিয়ে গড়িমসি ও কালক্ষেপণের সুযোগ নেই। স্বাধীনতার প্রশ্নে আবারও গণভোটের ডাক দিয়ে তিনি বলেন, আমরা আগামী বছরই গণভোট করতে চাই। ২০২৩ সালের ১৯ অক্টোবর গণভোট হতে পারে।
এর আগে চলতি সপ্তাহের শুরুতে নিকোলা স্টারজন স্কটিশ স্বাধীনতার গণভোট প্রশ্নে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাসের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, হাঁ ভোট কমানোর যে ফন্দিফিকিরের কথা শোনা যাচ্ছে, সেটা ইতিবাচক কোনো ফল আনবে না। লিজ ট্রাস যেসব প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন, সেভাবে দেশ চালাতে গেলে বিপর্যয় ডেকে আনবেন।
এদিকে ব্রিটিশ রাজপরিবারের সঙ্গে সম্পর্কচ্ছেদের প্রশ্নে গণভোটের ঘোষণা দিয়েছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দেশ অ্যান্টিগা অ্যান্ড বারবুডা। রাষ্ট্রপ্রধানের পদ থেকে ব্রিটেনের রাজাকে বাদ দিয়ে অ্যান্টিগা অ্যান্ড বারবুডাকে প্রজাতন্ত্রে রূপান্তরের জন্য তিন বছরের মধ্যে গণভোট হবে বলে জানিয়েছেন সেখানকার প্রধানমন্ত্রী গ্যাস্টন ব্রাউন।
তিনি বলেন, আগামী বছর অ্যান্টিগার সরকারপ্রধান পদে পুনর্নির্বাচিত হতে পারলে আমরা হয়তো পরের বছরই গণভোট করব। এটা ব্রিটেনের প্রতি বিদ্বেষপ্রসুত কোনো সিদ্ধান্ত নয়। অ্যান্টিগা অ্যান্ড বারবুডাকে প্রজাতন্ত্রে রূপান্তর করতে এ গণভোট আয়োজন করা হবে।
ব্রাউন বলেন, যেহেতু অ্যান্টিগা অ্যান্ড বারবুডার হাউজ অব রিপ্রেজেনটেটিভে ১৭ আসনের মধ্যে ১৫টিই আমাদের দলের, তাই আমি সহজ জয়ের প্রত্যাশা রাখছি। ব্রিটিশ রাজতন্ত্রের সঙ্গে সম্পর্কের বিষয়ে গণভোটের পক্ষে আমাদের এখানে জোরালো দাবি গড়ে ওঠেনি। তারপরও আমরা সম্ভাবনাটি মাথায় রাখছি।
এর আগে রানী এলিজাবেথের মৃত্যুর অব্যবহিত পরে অস্ট্রেলিয়াতেও একই দাবি ওঠে। তবে অস্ট্রেলিয়ার লেবার পার্টি নেতা ও প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানেজ বলেছেন, ব্যক্তিগতভাবে তিনি নিজে অস্ট্রেলিয়াকে প্রজাতন্ত্রে রূপান্তরের পক্ষপাতি হলেও ক্ষমতাগ্রহণের প্রথম মেয়াদে তিনি বিষয়টি নিয়ে এগোতে চান না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।