স্কট এডওয়ার্ডস মাত্র ৮১ বলে অপরাজিত থেকে করেন ২২৯ রান। মারেন ২৩টি ছক্কা আর ১৪টি চার।
অস্ট্রেলিয়ার একটি টি–টোয়েন্টি টুর্নামেন্টে ঝোড়ো ব্যাটিংয়ে মাতিয়েছেন নেদারল্যান্ডস জাতীয় দলের অধিনায়ক স্কট এডওয়ার্ডস।

অস্ট্রেলিয়ান টি-টোয়েন্টি ডিভিশন ওয়ান ক্লেঞ্জো গ্রুপ শিল্ড–এর চতুর্থ রাউন্ডে ভিক্টোরিয়ার আলটোনা স্পোর্টস ক্রিকেট ক্লাবের হয়ে খেলেন তিনি। ম্যাচে প্রতিপক্ষ ছিল উইলিয়ামস ল্যান্ডিং এসসি। তবে এই ম্যাচগুলোকে স্বীকৃত টি–টোয়েন্টি হিসেবে গণ্য করা হয় না। তাই ডাবল সেঞ্চুরি করেও কোনো আনুষ্ঠানিক রেকর্ড ভাঙা হয়নি। এখনো টি–টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসটি চিস গেইলের। ২০১৩ আইপিএলে তিনি করেছিলেন ১৭৫*।
আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে এডওয়ার্ডসের সর্বোচ্চ স্কোর ৯৯; কোনো ফরম্যাটেই এখনও তার সেঞ্চুরি নেই।
এদিন ওপেনিংয়ে নেমে ২৩ বলে ফিফটি, ১১তম ওভারে সেঞ্চুরি করেন এডওয়ার্ডস। এরপর হয়ে ওঠেন আরও বিধ্বংসী। ১৭তম ওভারে পৌঁছে যান ১৫০–তে। শেষ চার ওভারে তার ব্যাট থেকে আসে ১৪টি বাউন্ডারি—যার ১২টিই ছক্কা। ১৬ ওভারে দলীয় সংগ্রহ ছিল ২১২/২; ২০ ওভারে গিয়ে দাঁড়ায় ৩০৪/২–এ।
শেষ পর্যন্ত ১৮৬ রানে জয় পায় আলটোনা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



