বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বাসায় নিজস্ব কম্পিউটার থেকে স্কাইপের মাধ্যমে ৯১১-তে ডায়ালের সুযোগ পাবেন মার্কিন ব্যবহারকারীরা। সম্প্রতি এক ঘোষণায় এ তথ্য নিশ্চিত করেছে স্কাইপ। এর আগে অস্ট্রেলিয়া, ডেনমার্ক, ফিনল্যান্ড ও যুক্তরাজ্যের স্কাইপ ব্যবহারকারীরা এ জরুরি সেবা পাচ্ছিলেন। সর্বশেষ এ তালিকায় যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্র। খবর দ্য ভার্জ।
জরুরি ফোন নাম্বার স্কাইপে যুক্ত করায় অনেকের জন্য সুবিধাজনক হিসেবে দেখা দেবে। বিশেষ করে জরুরি প্রয়োজনে যাদের কাছে সেলফোন বা ল্যান্ডলাইন থাকে না, তারা স্কাইপের মাধ্যমে এ কাজ সারতে পারবেন। যুক্তরাষ্ট্রের বেশির ভাগ এলাকায় শক্তিশালী ব্রডব্যান্ড নেটওয়ার্ক থাকায় স্কাইপের মাধ্যমে ৯১১-তে জরুরি কল করা যাবে।
তবে একটি ‘নোটিস অ্যান্ড ডিসক্লোজার্স’-এ স্কাইপ জানায়, প্রথাগত ফোনকলের মতো কাজ করে না এ স্কাইপ কলটি। ঘরের বাইরে থেকে এ কল করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে স্কাইপ।
মাইক্রোসফট মালিকানাধীন কোম্পানিটি আরো জানায়, ৯১১-তে জরুরি কল করার পাশাপাশি ৫ মিনিটের ভয়েস মেসেজ পাঠানো যাবে। এর আগে মাত্র ২ মিনিটের ভয়েস মেসেজ পাঠানো যেত। জরুরি কলের সময় ব্যবহারকারীরা লাইট বা ডার্ক মুড ব্যবহার করতে পারবেন। স্ক্রিন শেয়ারের সময় তারা জুম ইন ও জুম আউট করতে পারবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।