
জুমবাংলা ডেস্ক : গাজীপুরের কালিয়াকৈরে স্কুলছাত্রীকে জবাই করে হত্যা করেছে তার সৎ বাবা। ঘটনার পর থেকে মশিউর রহমান (৪৫) পলাতক রয়েছে।
নিহত স্বর্ণা আক্তার (১০) নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বানিয়ারপুল কাচারিবাড়ি গ্রামের মৃত মশির আলীর মেয়ে।
স্বর্ণা তার সৎ বাবা ও মায়ের সাথে কালিয়াকৈর উপজেলার শাহাজ উদ্দিন এর বাড়িতে ভাড়ায় থেকে স্থানীয় আব্দুল্লাহ মডেল পাবলিক স্কুলের দ্বিতীয় শ্রেণীতে পড়াশুনা করতো।
নিহত স্বর্ণার বড় ভাই রুবেল হোসেন জানায়, ৬ বছর বছর আগে মশির আলী মারা যাওয়ার পর একই গ্রামের মৃত কালা তছিরের ছেলে মশিউর রহমানের সাথে স্বর্ণার মা রুপালী আক্তারের বিয়ে হয়। এরপর থেকে কালিয়াকৈর ভাড়ায় থেকে স্থানে একটি পোশাক কারখানায় চাকরি করতেন রুপালী বেগম।
প্রায়ই মশিউর এর সাথে রুপালির টাকা পয়সা নিয়ে ঝগড়া হতো। এই ঘটনাকে কেন্দ্র করেই বৃহস্পতিবার বিকেলে স্বর্ণাকে জবাই করে হত্যার পর মশিউর পালিয়ে যায় বলে জানায় রুবেল। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে জানা গেছে সৎ বাবা মশিউর এর সাথে ভোর চারটার দিকে রুপালির ঝগড়া হয়।
পরে প্রতিদিনের মত রুপালি কারখানায় কাজে চলে যায়। বিকালে পাশের রুমে স্বর্ণার জবাইকৃত লাশ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ রাত আটটার দিকে লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।