জুমবাংলা ডেস্ক : টাঙ্গাইলে ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তানভীর হাসান তন্ময় (১৩) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
বুধবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় সখীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
তন্ময় ওই ওয়ার্ডের আফ্রিকা প্রবাসী সোহেল রানার ছেলে। সে সখীপুর পিএম পাইলট মডেল গভর্নমেন্ট স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম পতাকা টানাতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, তন্ময় আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক। সন্ধ্যায় কাঁচা বাঁশে আর্জেন্টিনার পতাকা টানাতে বাসার পাঁচ তলায় উঠতে গেলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে গুরুতর আহত অবস্থা সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
৩ হাজার ফুট পতাকা বানিয়ে চারদিকে হইচই ফেলে দিলো আর্জেন্টিনার ভক্তরা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।