Advertisement
জুমবাংলা ডেস্ক : টিফিনের সময় কিংবা স্কুল ছুটির পর অনেক শিক্ষার্থী ফুচকা-চটপটি, পুরি ইত্যাদির মতো মুখরোচক নানা রকমের খাবার খেয়ে থাকে।’জাঙ্ক ফুড’ হিসেবে পরিচিত এসব অস্বাস্থ্যকর খাবার বাংলাদেশের অনেক শিক্ষার্থীর অপুষ্টিতে ভোগা কিংবা স্থূলকায় হয়ে যাওয়ার অন্যতম কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বিষয়টি নিয়ে উদ্বেগের কারণে সম্প্রতি সরকার স্বাস্থ্যকর খাবারের একটি তালিকা তৈরি করে মাধ্যমিক বিদ্যালয়গুলোতে পাঠিয়েছে।
সেখানে স্কুল কর্তৃপক্ষকে বলা হচ্ছে, শিক্ষার্থী এবং অভিভাবকদের স্বাস্থ্যকর খাবার সম্পর্কে সচেতন করার জন্য।
পাশাপাশি স্কুলের সামনে যারা নানারকম অস্বাস্থ্যকর খাবার বিক্রি করছেন, তাদেরকেও স্বাস্থ্যকর খাবার সম্পর্কে ধারণা দিতে বলা হচ্ছে শিক্ষকদের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।