নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় একজন মা এখনো নিখোঁজ রয়েছেন। স্কুল মাঠে আগুনে ঘেরা ভয়াবহ সেই দুর্ঘটনার সময় সেখানে ছিলেন তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আফসান ওহি ও তার মা আফসানা প্রিয়া (৩০)। ছেলে সুস্থভাবে উদ্ধার হলেও মায়ের কোনো খোঁজ মেলেনি এখনো।
নিখোঁজ আফসানা প্রিয়ার বাড়ি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের মেদী আশুলাই এলাকায়। তিনি স্থানীয় ব্যবসায়ী ওহাব মৃধার স্ত্রী।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো সোমবার সকালে আফসানা প্রিয়া তার ছেলেকে নিয়ে দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুলে যান। ছেলেকে ক্লাসে দিয়ে তিনি অন্যান্য অভিভাবকদের সঙ্গে নির্ধারিত কক্ষে অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ একটি প্রশিক্ষণ বিমান স্কুল মাঠে বিধ্বস্ত হয় এবং আগুন ছড়িয়ে পড়ে স্কুল ভবনের একটি অংশে।
দুর্ঘটনার সময়কার একটি ভিডিও ক্লিপে আফসান ওহিকে বলতে দেখা গেছে, “ক্লাস শেষে আমি ব্যাগ মায়ের কাছে রেখে বন্ধুর কাছ থেকে হোমওয়ার্কের খাতা আনতে গিয়েছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনি। ফিরে এসে দেখি বিমান মায়ের ওপর পড়েছে। দৌড়ে টিচার রুমে যাই, সেখানে দেখি একটি মেয়ের শরীরে আগুন ধরে গেছে।”
এ বর্ণনার ভিত্তিতে আফসানার পরিবারের সদস্যদের ধারণা, বিমানের একটি অংশ তার শরীরের ওপর পড়েছে। তবে এখন পর্যন্ত তার সঠিক অবস্থান সম্পর্কে কিছু জানা যায়নি।
নিখোঁজ আফসানার স্বামী ওহাব মৃধার বড় ভাই দুলাল মৃধা বলেন, “খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই, আশপাশের হাসপাতালেও খোঁজ করেছি। এখনো তার কোনো সন্ধান মেলেনি। কেউ যদি কোনো তথ্য পান, তাহলে কন্ট্রোল রুম অথবা আমাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করছি।”
আফসানার চাচাতো ভাই তাজুল ইসলাম মিল্টন বলেন, “আমাদের বোন এখনো নিখোঁজ। তার ছেলের মুখে ঘটনার বর্ণনা শুনে আমরা বিমানের ধ্বংসস্তূপে তার আটকে পড়ার আশঙ্কা করছি। বিভিন্ন জায়গায় খোঁজ চালিয়ে যাচ্ছি।”
উল্লেখ্য, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে দুর্ঘটনার পর থেকে আতঙ্ক বিরাজ করছে। অনেক অভিভাবক ও শিক্ষক এখনো মানসিকভাবে বিপর্যস্ত।
নিখোঁজ আফসানার সন্ধানে এখনো অভিযান চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।