স্কুল জীবনে যেমন ছাত্রী ছিলেন সামান্থা
দক্ষিণের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। সম্প্রতি তার দশম শ্রেণির রিপোর্ট কার্ড ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বরাবরই নিজের অভিনয় ক্ষমতার গুণে দর্শকদের কাছে প্রশংসিত হয়েছেন সামান্থা। আর ভাইরাল হওয়া রিপোর্ট কার্ড প্রমাণ করছে যে লেখাপড়াতেও খুবই ভালো ছিলেন অভিনেত্রী।
সম্প্রতি টুইটারে সামারন্থা এই মার্কশিটের ছবিখানা শেয়ার করে নিয়েছেন। যেখানে অভিনেত্রীর প্রাপ্ত নম্বর দেখে যে কারও চোখ কপালে উঠবে।
মার্কশিটে দেখা যায়, সকল বিষয়ে তিনি ৮০ নম্বরের উপরে নম্বর পেয়েছেন। গণিতে ১০০ পেয়েছেন। ভূগোল ও উদ্ভিদবিদ্যা ছাড়া বাকি বিষয়গুলিতে স্কোর করেছেন ৯০ এর উপরে। সঙ্গে রিপোর্ট কার্ডের উপর প্রশংসাসূচক মন্তব্য করে শিক্ষকরা লিখেন, সামান্থা এই স্কুলের ‘সম্পদ’।
ফাঁস হওয়া রিপোর্ট কার্ডটি কেবল তার ভক্তদেরই অবাক করেনি বরং তাদের বুদ্ধিমত্তার জন্যও বিস্মিত করেছে। সামান্থার ভক্তরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাকে। তার একাডেমিক কৃতিত্বের জন্য ভূয়সী প্রশংসাও করেছেন।
এক ভক্ত সামান্থার এই ছবিখানা শেয়ার করে লিখেন, তিনি জীবনের সমস্ত দিক থেকে শীর্ষস্থানীয়। তা সে একজন ছাত্রী হোক বা মেয়ে, কর্মী, স্ত্রী, পুত্রবধূ বা মা।
অভিনেত্রী সামান্থা তার অনবদ্য অভিনয় দক্ষতা দিয়ে লাখ লাখ মানুষের হৃদয় জয় করেছেন এবং এই রিপোর্ট কার্ড প্রমাণ করে যে তিনি একজন সত্যিকারের প্রতিভাবান মানুষ।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, কাজের সূত্রে সামান্থাকে শেষ দেখা গিয়েছে ‘শকুন্তলম’ ছবিতে। যা প্রচুর প্রশংসা পেয়েছে। অভিনেত্রী ‘কুশি’-এর সেটেও কাজ করছেন এখন, যা একটি রোমান্টিক কমেডি ছবি। যা এই বছরের এক সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা। সঙ্গে থাকবেন সিটাডেলের ভারতীয় সংস্করণে, বরুণ ধাওয়ানের বিপরীতে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।