আন্তর্জাতিক ডেস্ক : স্কুল শেষে বাড়ি ফিরছে কোমলমতি শিক্ষার্থীরা। এরই মধ্যে হঠাৎ দুই শিক্ষার্থী রাস্তায় শারীরিক কসরত প্রদর্শন করে। বলতে গেলে জিমন্যাস্টিকের একটি চমৎকার নমুনা করে দেখায় তারা। সামাজিক যোগাযোগমাধ্যমে এখন ভাইরাল সেই ভিডিও।
চলতি মাসের ২৫ তারিখ একটি টুইটার হ্যান্ডলে ভিডিওটি পোস্ট হয়। এরপরই তা ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। ঘটনাটি ভারতের নাগাল্যান্ডের।
ভিডিওতে দেখা গেছে, রাস্তা দিয়ে যেতে যেতে দুই স্কুল শিক্ষার্থী জিমন্যাস্টিক প্র্যাকটিস করছে। তারা জিমন্যাস্টিকের অন্যতম কঠিন মুভ ব্যাকওয়ার্ড সামারসল্ট করে দেখায়। সেই প্রদর্শনটি দেখে যে কেউ বলবেন, এ বিষয়ে কতটা নিখুঁত ও দক্ষ তারা।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, ভিডিওতে তাদের স্কুল ইউনিফর্ম দেখে সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলছেন তারা নাগাল্যান্ডের চুমুকেডিমার সরকারি হাইস্কুলের শিক্ষার্থী।
তবে এ দুই কিশোর-কিশোরীর নাম জানাতে পারেননি কেউ।
এদিকে ভিডিও রিটুইট করে ওই দুই শিক্ষার্থীর ব্যাপক প্রশংসা করেছেন অলিম্পিক্সে স্বর্ণজয়ী ভারতের জিমন্যাস্ট নাদিয়া কোমানাচি।
তিনি এই দুই কিশোর-কিশোরীর প্রতিভাকে কাজে লাগাতে দেশটির ক্রীড়া প্রতিমন্ত্রী কিরেণ রিজিজুকে আহ্বান জানান।
ভিডিওটি দেখুন এখানে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।