স্পোর্টস ডেস্ক : সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাটসম্যানদের ব্যর্থতায় নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হারের স্বাদ পায় বাংলাদেশ। তবে স্কোর বোর্ডে ২৬০ রানের বেশি রান থাকতো, তবে বোলাররা লড়াই করতে পারতেন বলেন জানান বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ।
বড় স্কোর না হওয়ায় হতাশা ঝড়েছে তাসকিনের কন্ঠে। সিরিজের প্রথম ওয়ানডেতে আগে ব্যাট করে ৪১ দশমিক ৫ ওভারে ১৩১ রানে অলআউট হয় বাংলাদেশ। ১৩২ রানের টার্গেট স্পর্শ করতে মোটেও বেগ পেতে হয়নি স্বাগতিকদের। ২১ দশমিক ২ ওভারেই টার্গেট স্পর্শ করে ফেলে নিউজিল্যান্ড।
তবে তাসকিনের মতে, ম্যাচের চিত্র অন্যরকম হতে পারতো, যদি ব্যাটসম্যানরা স্কোর বোর্ডে ২৬০ রানের বেশি যোগ করতে পারতেন। ডানেডিন থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো রেকর্ড করা ভিডিও বার্তায় তাসকিন বলেন, ‘আমরা স্কোর বোর্ডে ২৬০ থেকে ২৭০ রান করতে পারলে, গল্পটা অন্যরকম হতে পারতো।
তিনি আরো বলেন, আমরা ভালো ব্যাট করতে পারি না। আমরা মাত্র ১৩১ স্কোর করতে পেরেছি এবং এই ধরনের দলের বিপক্ষে এমন স্কোর নিয়ে কখনোই লড়াই করা যায় না। ২৬০ থেকে ২৭০ রান থাকলে আমরা বোলাররা লড়াই করার জন্য আক্রমণাত্মক হতে পারতাম।
বাংলাদেশের শেষ দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৩ ও ২৬ মার্চ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।