স্পোর্টস ডেস্ক: চলতি বছরের ডিসেম্বরে অনুষ্ঠিতব্য কাতার বিশ্বকাপের জন্য এরই মধ্যে কোয়ালিফাই করে ফেলেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। তবে বাছাই পর্ব এখনো শেষ হয়নি। ভেনিজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে এখনো দুটি ম্যাচ বাকি দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের। বাছাই পর্বের সেই দুটি ম্যাচের জন্য বড় স্কোয়াড ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কলানি।
৪৪ জনের এই স্কোয়াডে জায়গা পেয়েছেন বেশ কয়েকজন উদীয়মান ফুটবলার, যারা এরই মধ্যে ইউরোপিয়ান লিগ মাতাচ্ছেন। বাছাই পর্বের ম্যাচের মধ্য দিয়ে তাদেরও অভিষেক হয়ে যেতে পারে আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সিতে। ১৮ বছর বয়সী ম্যাতিয়াস সোলে ও লুকা রোমেরোর মতো ১৭ বয়সী প্রতিভাবানরাও রয়েছেন স্কোয়াডে। এ ছাড়া ফ্র্যাঙ্কো, ভ্যালেন্টাইন কার্বোনি, থিয়াগো গেরালনিক, আলেজান্দ্রো গার্নাচো ও নিকোলাস পেজরাও রয়েছেন।
গত জানুয়ারিতে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে কলম্বিয়া ও চিলির বিপক্ষে দলে ছিলেন না মেসি। ম্যাচ দুটিতে অবশ্য আর্জেন্টিনা যথাক্রমে ১-০ এবং ২-১ ব্যবধানে জিতেছে। চার মাস পর আবার জাতীয় দলের স্কোয়াডে ফিরেছেন সাতবারের এই ব্যালন ডি’অরজয়ী তারকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।