বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : চলতি বছরের শেষ নাগাদ গ্যালাক্সি জি ফোল্ড ৪ বাজারজাত করবে স্যামসাং। নতুন ডিভাইসটিতে এস পেন স্টাইলাসের জন্য নির্ধারিত স্লট ও জি ফোল্ড ৩-এর মতো বড় ডিসপ্লে থাকবে। খবর দি ইলেক।

দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্টটি সম্প্রতি তাদের নতুন ফোল্ডেবল স্মার্টফোনে গ্যালাক্সি নোট ও সম্প্রতি বাজারে আনা গ্যালাক্সি এস২২ আল্ট্রার মতো নির্ধারিত স্লট বসানোর সিদ্ধান্ত নিয়েছে। গত বছর গ্যালাক্সি জি ফোল্ড ৩ বাজারে উন্মুক্ত করে প্রতিষ্ঠানটি। ডিভাইসটিতে স্টাইলাস পেন সাপোর্ট থাকলেও ডেডিকেটেড স্লট ছিল না। এর পরিবর্তে স্যামসাং এস পেন রাখার জন্য আলাদা কভার অ্যাকসেসরি বিক্রি করেছে।
গ্যালাক্সি জি ফোল্ড ৪-এ ৭ দশমিক ৫৬ ইঞ্চির ডিসপ্লে দেয়া হবে। যা ফোল্ড ৩-এর ৭ দশমিক ৫৫ ইঞ্চির তুলনায় একটু বড়। এছাড়া ডিভাইসটিতে ৬ দশমিক ১৯ ইঞ্চির এক্সটার্নাল ডিসপ্লে থাকতে পারে। সূত্রের তথ্যানুযায়ী ফোল্ড ৪ ও ৩-এর ডিসপ্লে ও বাহ্যিক গঠনে খুব বেশি পার্থক্য থাকবে না। নতুন ফোল্ডেবল ডিভাইসটি টেকসই করতেই স্যামসাং বেশি আগ্রহী।
২০১৯ সালের দিকে প্রযুক্তি জায়ান্টটি ৮ ইঞ্চির ফোল্ডেবল স্মার্টফোন তৈরির বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু ডিভাইসটি এক হাতে ধরার ক্ষেত্রে সমস্যা তৈরি হওয়ায় প্রোটোটাইপ তৈরির পর পরই সিদ্ধান্ত থেকে সরে আসে স্যামসাং। ফোল্ড ৩ স্মার্টফোনের মতো জি ফোল্ড ৪-এর ওলেড ডিসপ্লে প্যানেলে ইলেকট্রোম্যাগনেটিক রিজোন্যান্স মেথড ব্যবহারের মাধ্যমে ডিজিটাইজার যুক্ত করা হবে। ফলে এস পেন ব্যবহারে আলাদা ব্যাটারি প্রয়োজন হবে না। ডিজিটাইজার হচ্ছে ডুয়াল ফ্লেক্সিবল প্রিন্টেড সার্কিট বোর্ড, যা সহজে এস পেনের ব্যবহার শনাক্ত করতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



