বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ক্রোম অপারেটিং সিস্টেমে গেমিংয়ের জন্য শিগগিরই স্টিম অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা চালু হতে যাচ্ছে। প্রায় দুই বছর আগে গুগল ফিচারটি চালুর ঘোষণা দিয়েছিল। সম্প্রতি স্টিম গেমস খেলা যাবে এমন সব ক্রোমবুকের তালিকা পাওয়া গেছে। খবর ৯টু৫গুগল।
ক্রোম অপারেটিং সিস্টেমে স্টিম গেমস খেলার বিষয়ে গুগলের প্রচেষ্টা তদন্ত করে ৯টু৫গুগল। বোরিয়ালিস কোডনেমে এটি পরিচালিত হয়েছিল। তদন্তে ইন্টেলের দশম প্রজন্মের কোর প্রসেসরযুক্ত ক্রোমবুকে স্টিম গেম খেলার বিষয়ে তথ্য পাওয়া গিয়েছিল।
জানুয়ারিতে একজন ডেভেলপারের তথ্যানুযায়ী, ক্রোম অপারেটিং সিস্টেমে স্টিম ব্যবহারের সুবিধা চালুতে গুগলের নির্দিষ্ট সময়সীমা রয়েছে। গুগলের সহযোগী প্রতিষ্ঠান লেনোভো ও এইচপি গেমারদের জন্য আরজিবি কি-বোর্ডের নতুন ক্রোমবুক তৈরিতে কাজ করছে।
সম্প্রতি প্রকাশিত কোড চেঞ্জে গুগল বেশকিছু ক্রোমবুকের মডেল উন্মোচন করেছে, যেগুলোয় স্টিম ব্যবহার করা যাবে। তালিকায় বর্তমানে এসার ও আসুসের ক্রোমবুক রয়েছে।
এগুলো হলো ভোল্টা এসার ক্রোমবুক ৫১৪, ক্রোমবুক স্পিন ৭১৩, ডেলবিন আসুস ক্রোমবুক ফ্লিপ সিএক্স৫, ক্রোমবুক সিএক্স৯, এলেমি এইচপি প্রো সি৬৪০ জি২ এবং লিন্ডার লেনোভো ক্রোমবুক। তবে এসব ক্রোমবুকেই যে স্টিম ব্যবহার করা যাবে তা নয়।
ডিভাইসগুলোয় ন্যূনতম ১১ প্রজন্মের ইন্টেল কোর আইফাইভ বা আইসেভেন প্রসেসর এবং ৭ গিগাবাইট র্যাম থাকতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।