জুমবাংলা ডেস্ক : রাজধানীর গুলিস্তান এলাকায় ফ্লাডলাইট টাওয়ারে আনুমানিক ৬০ ফুট উঁচুতে উঠে পড়েছিলেন মানসিক ভারসাম্যহীন এক নারী। এ দৃশ্য দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন মানুষ। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে তাকে সেখান থেকে নামিয়ে আনেন।
বুধবার (১ জানুয়ারি) সকালে বঙ্গবন্ধু স্টেডিয়ামের বায়তুল মোকাররমের মহিলা গেটের কাছে ফ্লাডলাইট টাওয়ারে এ ঘটনা ঘটে।
৯৯৯ এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য জানান।
রাজধানীতে ‘থার্টি ফার্স্ট নাইট’ উদযাপনে ২ শিশু দগ্ধ
তিনি বলেন, আজ সকাল সাড়ে ৯টার দিকে ৯৯৯ এ ফোন করে এক কলার জানান, ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামের বাইতুল মোকাররমের নারী গেটের কাছে ফ্লাডলাইট টাওয়ারে আনুমানিক ৬০ ফুট উঁচুতে মানসিক ভারসাম্যহীন এক নারী উঠে বসে আছেন। যেকোনও সময় দুর্ঘটনা ঘটতে পারে। পরে ৯৯৯ থেকে খবর পেয়ে সিদ্দিকবাজার ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। ওই নারীকে উদ্ধার করে পল্টন থানা-পুলিশের কাছে হস্তান্তর করেন তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।