বিনোদন ডেস্ক : শোবিজ পাড়ায় আলোচিত একটি নাম মডেল-অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। অভিনয় গুণে দর্শক হৃদয়ে শক্ত জায়গা করে নিয়েছেন তিনি। মাঝে কিছুটা সময় ব্যক্তিগত কারণেও সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে। তবে সব কিছুকে পিছনে ফেলে নিয়মিত মিডিয়ায় কাজ করে যাচ্ছেন এই অভিনেত্রী।
ব্যক্তিগত জীবনে বিবাহবন্ধনে আবদ্ধ হলেও বেশি দিন টিকেনি তার সংসার। ২০১৯ সালকে বিদায় জানান বিচারের প্রশ্ন রেখে। গত ৩০ ডিসেম্বর এ অভিনেত্রী তার ফেসবুকে লিখেন- মানুষ অন্যায় করে বেঁচে যায় কেমন করে? ওদের জন্য প্রকৃতির প্রতিশোধ নাই কেন?
নিয়মিত নাটক-টেলিফিল্মে অভিনয় করছেন প্রভা। তার অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পারফর্মার’ সম্প্রতি বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে প্রচার হয়েছে। এটি পরিচালনা করেছেন তাসমিয়াহ্ আফরিন মৌ। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মৌটুসী বিশ্বাস, শাহাদাৎ হোসেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।