বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: হোয়াটসঅ্যাপে আসছে নতুন একটি ফিচার, যার সাহায্যে ব্যহারকারীরা স্ট্যাটাসে ভয়েস নোট শেয়ার করতে পারবেন। এরই মধ্যে এই আপডেট পেয়েছেন কিছু বেটা ব্যবহারকারী।
বর্তমানে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে শুরু ছবি এবং ভিডিও শেয়ার করা যায়। তবে দ্রুত এমন ফিচার চালু হবে যার সাহায্যে অডিও ফাইল বা ভয়েস নোট হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে শেয়ার করতে হবে। এখনো এই ফিচার সব ব্যবহারকারীদের জন্য চালু হয়নি। চলছে চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা নিরীক্ষা।
ডব্লিউএবেটাইনফো জানিয়েছে, হোয়াটসঅ্যাপ বেটা অ্যান্ড্রয়েড ২.২৩.২.৮ আপডেটে এই ফিচার চালু হয়েছে। সর্বোচ্চ ৩০ সেকেন্ডের ভয়েস নোট শেয়ার করা যাবে। আর এই ফিচার ব্যবহার করার জন্য স্মার্টফোনে হোয়াটসঅ্যাপের একদম আপডেটেড ভার্সন ইনস্টল রাখতে হবে।
উল্লেখ্য, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে যে ভয়েস নোট শেয়ার করা হবে, সেটা এন্ড টু এন্ড এনক্রিপশন পদ্ধতিতে সুরক্ষিত থাকবে। হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে ভয়েস নোট শেয়ার করার ২৪ ঘণ্টা পর তা আপনা আপনি মুছে যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।