জুমবাংলা ডেস্ক : ছাত্রলীগ নেতাদের পিটুনিতে নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের বাবার মারা গেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ছড়ায়। তবে এ খবর ভুয়া বলে জানিয়েছেন আবরারের ছোট ভাই আবরার ফাইয়াজ।

আবরার ফাইয়াজ ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে জানিয়েছেন, ‘বিষয়টি আমি ক্লিয়ার করতে চাই। আল্লাহ জানেন এমন কথা ছড়ায় কারা। জীবনে যন্ত্রণা কম নাই, দয়া করে বাড়াবেন না আর।’
তিনি আরও উল্লেখ করেন, স্ট্রোক করে মারা গেছে আসামী সকালের বাবা। এই একটা ব্যাপার থেকে ওই রকম এর কিছু ছড়ালো কি করে বোধগম্য নয় আমাদের। কে এই কাজটা করছে পারলে কেউ জানাইয়েন।
প্রসঙ্গত, আবরার ফাহাদ বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের (১৭তম ব্যাচ) ছাত্র ছিলেন। বুয়েটের শেরেবাংলা হলের নিচতলায় ১০১১ নম্বর কক্ষে থাকতেন আবরার। গত বছরের ৬ অক্টোবর রাত ৮টার দিকে তাকে ফেসবুক স্ট্যাটাসের জেরে রুম থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয় তাকে।
এ ঘটনায় আবরারের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে চকবাজার থানায় মামলা করেন। মামলায় অধিকাংশ আসামি গ্রেফতার হয়েছেন। তাদের মধ্যে অনেকেই স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। আবরার হত্যাকাণ্ড মামলার বিচার প্রক্রিয়াধীন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।