নাজিম হোসেন, ইবি প্রতিনিধি:‘বিশ্ব স্তন ক্যান্সার সচেতনতার মাস’ উদযাপন উপলক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ক্যান্সার সচেতনতা বিষয়ক সংগঠন ‘ক্যান্সার এওয়ারনেস প্রোগ্রাম ফর উইমেন'(ক্যাপ)- কুষ্টিয়া জোন এর উদ্যোগে গোলাপি সড়ক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ অক্টোবর) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বর থেকে সড়ক শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি প্রশাসন ভবন সহ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক সমূহ প্রদক্ষিণ করে পূনরায় ডায়না চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি সিয়াম মির্জা ও সাধারণ সম্পাদক মরিয়ম নেসা মীম এবং কোষাধ্যক্ষ ফারুক আহমেদ। এছাড়াও সংগঠনটির প্রায় শতাধিক নেতাকর্মী শোভাযাত্রায় অংগ্রহন করেন।
সংগঠনটির সভাপতি সিয়াম মির্জার সভাপতিত্বে শোভাযাত্রা শেষে ডায়না চত্বরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় আলোচক গণ শিক্ষার্থীদের স্তন ক্যান্সার ও জরায়ু ক্যান্সার সচেতনতা বিষয়ক ধারণা দেন।
এ ব্যাপারে জানতে চাইলে সংগঠনটির সাধারণ সম্পাদক মরিয়ম নেসা মীম বলেন, ক্যাপ মা, বোন দের স্তন ক্যান্সার ও জরায়ু ক্যান্সার বিষয়ক সচেতন করার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে, তার অংশ হিসেবে আজকের শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আমরা স্বপ্ন দেখি, একদিন বাংলাদেশের প্রতিটি মা, বোন ক্যান্সার সম্পর্কে সচেতন হবে, আর কেউ ঘাতক ব্যাধির শিকার হয়ে অসচেতনতায় প্রাণ হারাবেনা।
প্রসঙ্গত, ‘যদি ক্ষতির কারণ লজ্জ্বা হয়, তাহলে আর লজ্জ্বা নয়’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করে ক্যাপ। পৃথিবীর অন্যান্য দেশের মত বর্তমানে বাংলাদেশের নারীরাও সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন স্তন ও জরায়ুমুখ ক্যান্সারে। এর প্রধান কারণ সচেতনতার অভাব। প্রতিষ্ঠা পরবর্তী সংগঠনটি নারীদের স্তন ও জরায়ু ক্যান্সার সচেতনতায় নিয়মিত বিভিন্ন সভা- সেমিনার ও উঠানবৈঠকের আয়োজন করে যাচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।