জুমবাংলা ডেস্ক : রাতে স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া। এক পর্যায়ে স্ত্রীর গলা টিপে হত্যা করেন স্বামী। এমন অভিযোগে আব্দুল মান্নান (৪৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ওই স্বামীর নামের একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
আজ বুধবার সকালে দিনাজপুরের বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের বিনাইল গ্রামের এ ঘটনা ঘটে।নিহত সুবর্ণা আকতার ওই এলাকার অফজাল হোসেনের মেয়ে। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওই ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, প্রায় ১৫ বছর আগে একই গ্রামের আফজাল হোসেন এর মেয়ের সঙে বিয়ে হয় মান্নানের। পরে তাদের সংসারে এক ছেলে এবং এক মেয়ে সন্তানের জন্ম হয়। বিয়ের পর থেকেই সংসারে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে ঝগড়া বিবাদ লেগেই থাকত।
বিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) মতিয়ার রহমান কালের কণ্ঠকে বলেন, মঙ্গলবার রাতে স্ত্রী ও দুই সন্তান নিয়ে ঘুমিয়ে ছিলেন আব্দুল মান্নান। রাতে কোনো এক সময় স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্বামী আব্দুল মান্নান গলা টিপে ধরে। এক পর্যায়ে শ্বাসরোধ হয়ে মারা যায়। আজ দুপুরে ওই বাড়ি থেকে সুবর্ণা আকতারের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সূবর্ণার বড় মেয়ে নিশা আকতার বলেন, রাতে বাবা মায়ের সাথে ঘুমিয়ে ছিলেন তারা। মাঝ রাতে উভয়ের মাঝে ঝগড়া বিবাদের এক পর্যায়ে বাবা মায়ের গলা টিপে ধরে।
নিশা বলেন, সকালে ঘুম থেকে মায়ের ওঠতে দেরি হওয়ায় ডাকা ডাকি করা হয়। এতে মা কোনো কথা বার্তা না বলায় কান্না কাটি করি। পরে স্থানীয়রা এসে মাকে মৃত দেখতে পায়।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানিরুজ্জামান মনির কালের কণ্ঠকে বলেন, বিনাইল গ্রামের স্বামী কতৃক স্ত্রীকে গলা টিপে হত্যার খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ওই মহিলার মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে।
এ ঘটনায় অফজাল হোসেনের একটি মামলা দায়ের করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।